আমাদের কথা খুঁজে নিন

   

মোজিলা সামিটে বাংলাদেশ দল

৪ অক্টোবর আমেরিকার সানফ্রান্সিসকো, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস এবং কানাডার টরোন্টোতে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে 'মোজিলা সামিট-২০১৩'। সম্মেলনে থাকছে দুই ধরনের সেশন। একটি ওপেন সেশন অপরটি সাপোর্টিং সেশন। আর এরকম সাপোর্টিং সেশন রয়েছে প্রায় ২০টি। তিন দিনের এই সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশসহ সারা পৃথিবীর প্রায় এক হাজার মোজিলিয়ান। একই সঙ্গে অংশ নিচ্ছে মোজিলার প্রায় নয় শতাধিক কর্মকর্তা ও কর্মচারী। আর বাংলাদেশ থেকে অঙ্কুর বাংলাদেশের সাধারণ সম্পাদক ও মোজিলা বাংলাদেশ-এর কমিউনিটি লিড মাহে আলম খানের নেতৃত্বে এই সম্মেলনে যোগ দিচ্ছেন ১২ সদস্যের মোজিলিয়ান বাংলাদেশ টিম। এদের সবাই কমিউনিটি প্ল্যানিং, অ্যাডভোকেসি ও মার্কেটিং, ওপেন ওয়েব এঙ্পার্টিজ (দক্ষতা), কোডিং, বাগ ট্রায়াজিং, ইভেন্ট ফ্যাসিলিটিশেন, প্রেজেন্টেশনে দক্ষ। সম্মেলনে মোজিলার নতুন মোবাইল অপারেটিং সিস্টেম (ফায়ারফঙ্ওএস), সংশ্লিষ্ট মোবাইল অ্যাপ্লিকেশন তৈরিসহ মোজিলার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। সামিটের প্রথম দিনে প্রত্যেক দেশের মোজিলিয়ানরা তাদের দেশকে উপস্থাপন করার সুযোগ পাবেন। বাংলাদেশের মোজিলিয়ানরাও এ ব্যাপারে প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। *ইনফোটেক ডেস্ক

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.