রাঙামাটি জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া উপগ্রহ ভূ-কেন্দ্রে কর্মরত অবস্থায় মোঃ মাশফিকুর রহমান (২৩) নামে এক পুলিশ কনেস্টেবলের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটিকে আত্মহত্যা বলা হলেও এ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। আজ বুধবার ভোর ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
নিহত মাশফিকুর রহমান বগুড়ার জলেশ্বরী পাড়ার মাতলুবের রহমানের ছেলে। ঘটনার খবর পেয়ে রাঙামাটির এসপি আমেনা বেগম, এএসপি আশরাফুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উপগ্রহ ভূ-কেন্দ্রের দায়িত্বরত পুলিশ পরিদর্শক মোঃ আশরাফ জানান, নিহত মাশফিকুরের বিয়ে নিয়ে প্রায় তিন বছর ধরে তার পরিবারে কলহ চলছিল। তার রেশ ধরেই আত্মহত্যা হতে পারে বলে ধারণা করছেন নিহতের সহকর্মীরা।
মোঃ আশরাফ জানান, বুধবার ভোরে কর্মরত অবস্থায় টাওয়ার পোস্টে নিজের নামে ইস্যু করা রাইফেল দিয়ে মাশফিক নিজের মুখমন্ডলের নিচে গুলি চালায়। গুলিতে মাথা ভেদ করে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই সময় ঘুমিয়ে থাকা সহকর্মীরা গুলির শব্দে ঘুম থেকে জেগে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ দেখতে পায়। এদিকে মাশফিককে নিজের বন্দুক দিয়ে নিজের ওপর গুলি চালাতে দেখেছে এমন প্রত্যক্ষদর্শির সন্ধান পাওয়া যায়নি।
পরে পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।