ভেঙে ভেঙে নিজেকে আবার গড়েছি । এইবার হয়তো থাকতে পারবো ।
সিগন্যালের জ্যাম। গাড়ির সামনের সিটে ঘুমন্ত বোনকে কোলে নিয়ে সাবধানে বসে আছি। গাড়ির পাশে একটা সিএনজিতে তরুণ চোখ বুজে তরুণীর কামিজের ভিতরে হাত চালাচ্ছে, মেয়েটি কয়েকবার তাকে থামানোর চেষ্টা করে হেডফোনে গান শোনায় মনোযোগী আর সিএনজি চালকের চোখ রিয়ার ভিউ মিররে। পিছনের জানালায় টোকা দিয়ে চাচার কাছে এক পঙ্গু ভিক্ষক দুটো টাকা দাবি করছে তার অবর্তমান এক হাত আর পা এর উছিলায়, একটু সামনের একটা সাদা গাড়িকে কোলের বোনের থেকে একটু বড় একটা ছেলে মুছে মুছে নোংরা করছে পয়সার আশায়।
আর একটা দিন আমাদের এই পৃথিবীতে, সব ঠিকঠাকই চলছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।