ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের ছাত্রীরা এক শিক্ষকের আপত্তিজনক আচরণ, প্রাইভেট ও সাজেশন নিতে বাধ্য করার প্রতিবাদে গতকালও বিক্ষোভ করেছে। কয়েক দিনের আন্দোলনে উত্তপ্ত হয়ে ওঠেছে কলেজের সার্বিক পরিস্থিতি।
জানা যায়, গতকাল শহরের হালদারপাড়ায় কলেজের হোস্টেল থেকে ছাত্রীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজের সামনে এসে শেষ হয়। ছাত্রীদের অভিযোগ, তাদের সমস্যা নিয়ে বার বার অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করেও তারা কোনো ফল পায়নি। বরং বারবারই তিনি বিষয়টি এড়িয়ে যাচ্ছেন।
আগামী ৩ দিনের মধ্যে দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। অভিযুক্ত ওই শিক্ষকের প্রত্যাহার ও তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবিতে ছাত্রীরা শনিবার থেকে নানা আন্দোলন কর্মসূচি পালন করে আসছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।