আমাদের কথা খুঁজে নিন

   

এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশú

২০০১ সালের নির্বাচন পরবর্তী সহিংসতায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে গেজেট নোটিফিকেশন আকারে প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে তদন্ত প্রতিবেদন গতকাল আদালতে উপস্থাপনের পর বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। গতকাল আদালতে ১ হাজার ৩৩ পৃষ্ঠার প্রতিবেদন উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায়।

তিনি সাংবাদিকদের জানান, ২০০১ সালে নির্বাচনপরবর্তী সহিংসতায় সাবেক জেলা জজ মো. সাহাবুদ্দিন (বর্তমানে দুদক কমিশনার) কমিশন তদন্ত করেন। তদন্ত শেষে প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দাখিল করা হয়। পরে মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীকে বিষয়টি অবহিত করা হয়। এটি আদালতকে ?জানানোর পর আদালত ৭ দিনের মধ্য তদন্ত গেজেট নোটিফিকেশন আকারে প্রকাশের নির্দেশ দেন। এ বিষয়ে এপ্রিল মাসের মধ্যে আদালতে একটি প্রতিবেদন দাখিল করতে হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.