আমাদের কথা খুঁজে নিন

   

অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন

অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধনী) ২০১৩ আইন পাসের পর তা বাস্তবায়নে নানা জটিলতা সৃষ্টি ও আইনটির বাস্তবায়ন প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন জাতীয় নাগরিক সমন্বয় সেল। এ সেলের পক্ষে গতকাল নাগরিক সমাজ ও মানবাধিকার সংগঠনের নেতারা এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন। বিবৃতিতে বলা হয়, বেশির ভাগ জেলায় এ আইন বাস্তবায়নের কার্যক্রম শুরু হলেও কিছু জেলায় ভূমি প্রশাসন সংশ্লিষ্ট কর্মকর্তা এ আইনের অপব্যাখ্যা দিয়ে আইনটির কার্যক্রম স্থগিত রেখেছেন। এর ফলে ভুক্তভোগীরা আইনটির সুফল পাচ্ছেন না। বিবৃতিতে স্বাক্ষর করেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল, অর্পিত সম্পত্তি প্রতিরোধ আন্দোলনের সভাপতি কামাল লোহানী, নিজেরা করি'র সমন্বয়কারী খুুশী কবির প্রমুখ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.