গণিতের মাঝে বাঁচতে চাই আজীবন...... আর এজন্য ক্যালকুলেটার কিন্তু অবশ্যই দরকার। না হলে এত হিসাব কি আর মুখে মুখে করা যায়! ফেসবুকের কল্যাণে কিছু আহাজারি................
প্রায় নয় বছরধরে ফেয়ার এন্ড লাভলীমাখি। কই, রুপের তো কোন পরিবর্তন
হয়নি!!
প্রায়ই ফ্রুটিকা খাই। অকপটে মিথ্যা বলতে তো কোন প্রবলেম হয়না!!
ছোটবেলায় প্রচুর হরলিক্স খেয়েছি। কিন্তু এখনও লিলিপুটই আছি।
মিঃ নুডুলস তো কালও খেলাম। মিঃ নুডুলসে আছে কি??
প্রাণ গূঁড়া মসলা দিয়েই আমাদের বুয়া রান্না করতেন। তরকারির অসাধারন (!!) টেস্টের কারনে বুয়া চেন্জ করতে হয়েছে।
দেশ দেশ বলে যেই দুই জোড়া তরুন তরুনী লাফাতো, তাদের নিজেদের ভাগ্যের বদল হয়েছে। কিন্তু বাংলালিংক সিম ব্যাবহারকারীদের দিন বদল হয়নি।
বেন্টেল ব্যাটারী ব্যাবহার করলে চান্দের দেশ থেকে ঘুরে আসা যায়। আমি মোবাইলে বেন্টেল ব্যাটারী নিয়ে সিলেট টু ঢাকা যেতেই চার্জ শেষ। চাঁদের দুরত্ব বেশি, নাকি ঢাকার?? ..…।
বডিতে এখনও AXE স্প্রে করি নি। করলে কি..___…… ???
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।