আমাদের কথা খুঁজে নিন

   

রাজপথে সাবমেরিন!

সাবমেরিন শোভা পায় গভীর সাগরে কিন্তু তা যদি রাজপথে উঠে আসে তাহলে অবস্থাটা কেমন হবে? বিষয়টি ভাবতে আবাক লাগে। হ্যাঁ ইতালির রাজপথে হঠাৎ জেগে উঠেছে সাবমেরিন। তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে সড়কের ভাঙাচোরা ইটপাটকেল।

সাবমেরিনের সামনে পড়ে আছে একটি প্রাইভেট কার। সাবমেরিনের শেষ ভাগের টাওয়ার থেকে নেমে আসছেন জরুরি বিভাগের ক্রুরা।

অবাক বিস্ময়ে সেদিকে তাকিয়ে আছে পথচারীরা। তারা ভাবছেন সাবমেরিন থাকবে পানিতে, সমুদ্রে। কিন্তু রাজপথে কেন!

আসলে দেখে মনে হলেও এটি আসল কোন সাবমেরিন না। ইতালিভিত্তিক ইউরোপ অ্যাসিস্ট্যান্স আইটি নামের একটি ইন্স্যুরেন্স গ্রুপ গতকাল বৃহস্পতিবার একেবারে কাকডাকা ভোরে ইতালির পুরান শহরের কাছে ভাই দেই মারক্যান্টিতে নির্মাণ করে একটি ভুয়া সাবমেরিন। তা দেখতে হুবহু সাবমেরিনের মতো।

দেখে কারো বলার উপায় নেই যে, এটি নকল বা কৃত্রিম উপায়ে তৈরি। বলা হয়েছে, ওই গ্রুপটি 'প্রটেক্ট ইউর লাইফ' প্রচারণা চালানোর উদ্দেশ্যে এ কাজ করেছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।