ব্রাজিলে অনুষ্ঠিত হবে ২০১৪ সালের বিশ্বকাপ। ফুটবলের দেশে বিশ্বকাপ অনুষ্ঠানের ঘোষণা দেওয়ার সময় ফিফা সভাপতি সেপ ব্লাটারের মুখে ছিল আকর্ণ বিস্তৃত হাসি। কিন্তু ব্রাজিল বিশ্বকাপ নিয়ে তর্ক-বিতর্কের শেষ নেই। সর্বশেষ বিতর্ক দেখা দিয়েছে শ্রমিকদের দুরবস্থা নিয়ে। বিশ্বকাপের স্টেডিয়ামগুলোতে কর্মরত শ্রমিকরা মানবেতর দিনযাপন করছে_ এমন অভিযোগ করে কিছু দিন আগে বিবিসি একটি সংবাদ প্রকাশ করেছিল। এ নিয়ে এবার ব্রাজিলিয়ান আদালতও সচেতন হয়েছেন। কুরিতিবার বাইঙ্াদা এরিনা স্টেডিয়ামের কাজ বন্ধ করে দিয়েছেন আদালত। এর ফলে আগামী ডিসেম্বরের ডেডলাইন পূর্ণ করা প্রায় অসম্ভব হয়ে গেল কুরিতিবার জন্য। ব্রাজিলিয়ান লেবার ট্রাইব্যুনালের বিচারক লরেনা কলনাগো রুল জারি করেছেন, কনস্ট্রাকশনের কাজ করতে গিয়ে বিভিন্ন সময়ে অসংখ্য দুর্ঘটনা ঘটেছে। কেউ পড়ে গেছে ওপর থেকে। কারও শরীর পুড়ে গেছে। কেউ কনস্ট্রাকশনের বিভিন্ন জিনিসের মাধ্যমে আঘাতপ্রাপ্ত হয়েছে। এ ছাড়াও বেশকিছু ঝুঁকি রয়েছে। এসব কারণে যতক্ষণ না এ অসুবিধাগুলো দূর করা হচ্ছে ততক্ষণ কুরিতিবার কাজ বন্ধ থাকবে। আদালতের এই রুল জারির পর ব্রাজিল বিশ্বকাপ আরও একবার অনিশ্চয়তায় পড়ল। কুরিতিবা স্টেডিয়ামের কাজ মাত্র ৮০ শতাংশ শেষ হয়েছে। আরও বিশ শতাংশ কাজ আগামী দুই মাসের মধ্যে শেষ করা বড় রকমের চ্যালেঞ্জই। এর ওপর আদালতের এই নিষেধাজ্ঞা বিষয়টি অনেকটাই অনিশ্চিত করে তুলেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।