আমাদের কথা খুঁজে নিন

   

ভেদরগঞ্জে পুলিশের ওপর হামলা

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর বাজারে স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। তাদের লাঠির আঘাতে ভেদরগঞ্জ থানার উপ-পরিদর্শক রজ্জব আলী ও কনস্টেবল আবদুল্লাহ আহত হন। আওয়ামী লীগ কর্মীরা এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করে। ভেদরগঞ্জ থানা সূত্র জানায়, পূর্ব শত্রুতার জের ধরে শনিবার দুপুর ১২টার দিকে ভেদরগঞ্জ পৌরসভার মেয়র আবদুল মান্নান হাওলাদারের ভাই আবুল কালাম রামভদ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হক সরদারকে মারধর করে। এর প্রতিবাদে রামভদ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীরা বাজারে বিক্ষোভ মিছিল করে। বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত বিক্ষোভকারীরা ভেদরগঞ্জ নড়িয়া সড়কের রামভদ্রপুর রেবতি মোহন উচ্চ বিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ করে রাখে। এ সময় পুলিশ অবরোধকারীদের রাস্তা থেকে সরাতে চাইলে তারা পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করে। অবরোধকারীদের লাঠির আঘাতে ভেদরগঞ্জ থানার উপ-পরিদর্শক রজ্জব আলীর মাথা ফেটে যায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.