ফরিদপুরের ভাঙ্গায় ২৪ নভেম্বর) প্রাথমিক সমাপনী পরীক্ষা নির্ধারিত সময়ের পৌনে দুই ঘণ্টা পর শুরু ও ফটোকপি প্রশ্ন দিয়ে পরীক্ষা নেওয়ার ঘটনায় ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আ. রশিদের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি রবিবার থেকেই তদন্ত শুরু করেছে। ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী আসাদুজ্জামান কবিরকে গতকাল কারণ দর্শানোর নোটিস দিয়েছেন জেলা প্রশাসক। এদিকে জেএসসির কাগজপত্রের সঙ্গে প্রাথমিক সমাপনী পরীক্ষার ৫ হাজার প্রশ্নপত্র ঢাকায় পাঠানোর কারণে নির্ধারিত সময়ে পরীক্ষা না নিতে পারায় গতকাল জেএসসির কেন্দ্র সচিব ও ভাঙ্গা পাইলট উচ্চাবিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার হোসেনকে বহিষ্কার ও কারণ দর্শানোর নোটিস দিয়েছেন ইউএনও।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।