আমাদের কথা খুঁজে নিন

   

চার অপরাধীর মুক্তির ওপর স্থগিতাদেশ

শীর্ষ আদালতে এবার ধাক্কা খেল তামিলনাড়ুর জয়ললিতা সরকার। রাজীব গান্ধী হত্যায় চার অপরাধীর মুক্তির ওপর স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিমকোর্ট। রাজীব গান্ধী হত্যায় তামিলনাড়ু সরকারের দোষী সাব্যস্ত চারজনের মুক্তির নির্দেশে স্থগিতাদেশ জানিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিমকোর্ট গতকাল জানিয়েছে, এক সপ্তাহের মধ্যে কেন্দ্র বা রাজ্য সরকার অপরাধী চারজনকে মুক্তি দিতে পারে কিনা এই বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। ভারতের প্রধান বিচারপতি পি সথশিবম জানিয়েছেন, আমরা কারও মুক্তির বিরুদ্ধে নই। কিন্তু কিছু নিয়মনীতি দিয়ে আমরা বাঁধা। পালনীয় নিয়মগুলো প্রতিটি রাজ্যের অবশ্যই জানা উচিত। তামিলনাড়ু সরকারের রাজীব গান্ধী হত্যায় অপরাধী সাতজনকে মুক্তির সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিমকোর্টে আবেদন জানিয়েছিল কেন্দ্র সরকার। সরকারের অভিযোগ ছিল, তামিলনাড়ু সরকারের কোনো অধিকারই নেই এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার। জয়ললিতা সরকার অবশ্য দাবি করেছে, ইচ্ছা করলেই তারা এই চার অপরাধীকে মুক্তি দিতে পারে। তামিলনাড়ুর রাজ্য সরকার দাবি করেছিল নলিনী শ্রীহরন, রবার্ট পিওয়াস, জয়কুমার ও রবিচন্দ্রনের মুক্তি দিতে কেউই তাদের আটকাতে পারবে না। জি নিউজ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.