বরিশালের গৌরনদী উপজেলার কুরিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগি্নসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার গভীর রাতে এই অগি্নকাণ্ডে আধা পাকা স্কুল ঘরের আংশিক ক্ষতি হয়। স্কুলের প্রধান শিক্ষক ইউনুস আলী জানান, রাত ৩টার দিকে স্কুলের পুরাতন আধাপাকা ঘরে অজ্ঞাত দুর্বৃত্তরা অগি্নসংযোগ করে। মুহূর্তে লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা চিৎকার দেয়। এলাকাবাসী এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। আগুনে স্কুলের চালার টিন ও দরজা-জানালা পুড়ে যায়। গৌরনদী থানার ওসি আবুল কালাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, প্রধান শিক্ষক গতকাল অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।