আমাদের কথা খুঁজে নিন

   

একদিন পদশব্দে চিনতে



একদিন পদশব্দে চিনতে একদিন পদশব্দে চিনতে__ চিনতে আকাশের মেঘের রঙ দেখে হেমন্তের সোনারঙ ধানের বাতাসে দোলন দেখে__পৌষপাবর্ণের আযোজন দেখে ; ভেবে নিতে আমি আসবো। কত অধীর প্রতিক্ষা ছিলো তোমার__সারারাত্রি ভরে শব্দের মালা গেঁথে রেখে দিতে মনের দেরাজে__এবার এলে সব বলবে__ বহুদিনের প্রতীক্ষিত স্পর্শ দেবে__দেবে বুকের থেকে উষ্ণ কবিতার ছন্দ__বহুবিরহের যাতনায় ঠোটেঁ জমেছে চৈত্রের ফাটল মাঠ__ সেটা বৃষ্টিপাতে এবার বুঝে নেবে। একটু অনধিকারে প্রবেশের দায়ে__কিংবা ভরপুর ক্ষেতের ঘিরা ধরে ফসল দেখার মুর্হুর্তে কুষাণী তুমি, তোমার সে যে কী রাঙা চোখ__ছাত্রশাসনের তর্জনীসংকেত__ সময়ে সব দেবে__বলে বলেছিলে দেখো আকাশের নীল চাঁদ, ঝাউবনে জোনাকির প্রোজ্বলতা আর দেখো__কেমন গভীর আকাশের তল__আমিও তোমার জন্য অমন বিহবল। আমার সংক্ষিপ্ত ভ্রমনে__ সপ্তাহেরে কোন বারে কী খাওয়াবে আমাকে___ ফর্দি করেছিলো__সাদা কাগজে__সরিষাইলিশ__ভূণা খিচুড়ি, টাকি মাছের সাথে লাউডুগি তিলতিসির ভর্তা, গদা মাছের চচ্চরী, আলুবেগুনের সাথে ডারকা মাছের বিরাণ__ কী যে অস্থিরতা ছিলো তোমার__যেন তুমি মাধ্যমিকে অভাবনীয় ফলাফল পাওয়া এক তরুণী তখন। দিন কেটে গেছে__এখন পদশব্দে কেনো__? চিৎকার করে তোমাকে ডাকি স্পষ্ট ভাষায়__ মুঠোফোনে পূর্ণঠিকানা দেই তবু তোমার স্মরণে আসেনা আমি কে ?__ এ নামের কাউকে চেনো না তুমি !! সময় তোমাকে কেমন বদলে দিয়ে গেলো ! ০৫.১০.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.