আমাদের কথা খুঁজে নিন

   

ছাত্রদল-শিবিরের জুতা ছোড়াছুড়ি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাবেশস্থল সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ছাত্রদল ও শিবিরের মধ্যে জুতা ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। এ সময় উভয় দলের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিএনপি ও জামায়াত নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। গতকাল বেলা পৌনে ২টায় এ ঘটনা ঘটে। এ সময় জনসভা মঞ্চে ছিলেন না খালেদা জিয়া।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিবিরের নেতা-কর্মীরা মিছিল নিয়ে আলিয়া মাদ্রাসা মাঠে ঢুকে তাদের নির্ধারিত স্থানে না দাঁড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। ছাত্রদল নেতা-কর্মীরা এতে বাধা দিলে প্রথমে কথাকাটাকাটি ও পরে জুতা ছোড়াছুড়ি শুরু হয়। এ সময় জনসভাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে মাইকে ঘোষণা দিয়ে নিজ নিজ দলের ছাত্র সংগঠনের নেতা-কর্মীদের শান্ত করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ও জেলা দক্ষিণ জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.