স্পিনার তাইজুল ইসলামের ঘূর্ণিতে জাতীয় ক্রিকেট লিগের তিন দিনেই জয় তুলে নিল রাজশাহী। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ৯৩ রানে সিলেট বিভাগকে হারায় তারা। ঢাকা বিভাগের বিরুদ্ধে রানের পাহাড় তাড়া করতে নেমে প্রথম ইনিংসে ৩১৫ রানে অলআউট রংপুর বিভাগ। ঢাকা মেট্রোর বিরুদ্ধে পরাজয়ের আশঙ্কায় চট্টগ্রাম বিভাগ। ড্র-র পথে খুলনা ও বরিশাল বিভাগের মধ্যকার ম্যাচটি।
রাজশাহীর বিরুদ্ধে প্রথম ইনিংসে এগিয়ে ছিল সিলেট-ই। কিন্তু দ্বিতীয় ইনিংসে এসে সব হিসাব-নিকাশ পাল্টে যায়। প্রথম ইনিংসে রাজশাহীর করা ২১৭ রানের জবাবে সিলেট করেছিল ২৪৪ রান। দ্বিতীয় ইনিংসেও সুবিধা করতে পারেননি রাজশাহীর ব্যাটসম্যানরা। তারা অলআউট হয়ে যায় মাত্র ১৯৫ রান। দুই ইনিংসেই হাফ সেঞ্চুরি করেন জুনায়েদ সিদ্দিক। জয়ের জন্য সিলেটের টার্গেট দাঁড়ায় মাত্র ১৬৯ রান। কিন্তু স্পিনার তাইজুল ইসলামের ঘূর্ণিতে মাত্র ৭৫ রানেই অলআউট হয়ে যায় সিলেট। তাইজুল মাত্র ৩৩ রানে নেন ৬ উইকেট। দুর্দান্ত বোলিং করেছেন রাজশাহীর আরেক স্পিনার সাকলাইন সজীবও। দুই ইনিংস মিলে তার উইকেট সংখ্যা ৮টি। প্রথম ইনিংসে ৬ উইকেট পেয়েছিলেন তিনিও। আর তাইজুল প্রথম ইনিংসে নিয়েছিলেন ৪ উইকেট। দুই ইনিংস মিলে তার উইকেট সংখ্যা ১০টি। তাই ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে তার হাতেই। ব্যাটসম্যানদের ব্যর্থতার পরও দুই স্পিনারের নৈপুণ্যে চার দিনের ম্যাচ তিন দিনেই জিতে যায় রাজশাহী। তবে ম্যাচ হারার কারণে আড়ালেই থেকে গেল সিলেটের স্পিনার এনামুল হক জুনিয়রের কৃতিত্ব। দুই ইনিংস মিলে ৯ উইকেট নিয়েছেন তিনিও।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ঢাকা বিভাগের দেওয়া ৬১৬ রানের পাহাড় মোকাবিলা করতে গিয়ে প্রথম ইনিংসে ৩১৫ রান করেছে রংপুর বিভাগ। হাফ সেঞ্চুরি করেছে সালাউদ্দিন, আরিফুল ও সাজেদুল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে ৭ উইকেটে ১৯০ রান করেছে ঢাকা বিভাগ।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে পরাজয়ের পথে চট্টগ্রাম বিভাগ। ঢাকা মেট্রোর দেওয়া ৩১৬ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে দিন শেষে দুই উইকেট হারিয়ে ৬৩ রান করেছে চট্টগ্রাম। জিততে হলে শেষ দিনে আরও ২৫২ রান করতে হবে তাদেরকে।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ড্র-র দিকেই এগিয়ে যাচ্ছে বরিশাল বিভাগ ও খুলনা বিভাগের ম্যাচটি। প্রথম ইনিংসে খুলনার ৩৫৭ রানের জবাবে ২৫২ রানে অলআউট হয়ে যায় বরিশাল। দ্বিতীয় ইনিংসে মাত্র ২৩ রান করতেই দুই উইকেট হারিয়েছে খুলনা। তবে নাটকীয় ঘটনা না ঘটলে শেষ দিনে এই ম্যাচে ফল আশা করা কঠিন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।