আমাদের কথা খুঁজে নিন

   

জেলা বাজেট শুধু ঘোষণাতেই

জেলা বাজেট শুধু ঘোষণাতেই। গত জুনে বাজেট ঘোষণার সময় টাঙ্গাইল জেলার জন্য পরীক্ষামূলকভাবে পৃথক বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ঘোষণা দিয়েই তিনি দায়িত্ব শেষ করেছেন। বাস্তবে এর কোনো কার্যক্রম নেই টাঙ্গাইলে। এমনকি পৃথক বাজেটের দাফতরিক কাগজপত্র পর্যন্ত পাঠানো হয়নি টাঙ্গাইলে। পরিকল্পনা কমিশন বা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকেও টাঙ্গাইল জেলা কর্তৃপক্ষের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি। ফলে বহুল আলোচিত জেলা বাজেট ঘোষণা করলেও তা ব্যর্থ হতে চলেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, জেলা বাজেট ঘোষণা করা হয়েছে। এটা পত্রিকা ও টেলিভিশনের মাধ্যমে জেনেছি। এটাই শেষ। এরপর আমাদের একটি চিঠি দিয়েও আর জানানো হয়নি। তিনি বলেন, বাজেট ঘোষণার ছয় মাস কেটে গেলেও জেলা বাজেট সম্পর্কে কিছুই জানানো হয়নি টাঙ্গাইল জেলা পরিষদকে। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অনেকবার চেষ্টা করেও কোনো কিছু জানতে পারেননি তিনি। টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেয়াইব আহমাদ খান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, টাঙ্গাইল জেলার বর্তমান রাজস্ব আয়-ব্যয়ের পরিকল্পনা বা বাস্তবায়নের সঙ্গে জেলা বাজেটের কোনো নির্দেশনা নেই। আমাদের এ ধরনের কোনো কিছু জানানোও হয়নি। ফলে কেন্দ্রীয় বাজেটের আওতায় প্রতিবছরের মতোই এ বছরের কার্যক্রমও পরিচালিত হচ্ছে। জানা গেছে, গত বছরের ৬ জুন জাতীয় সংসদে ২০১৩-১৪ অর্থবছরের বাজেট পেশ করার সময় টাঙ্গাইল জেলার জন্য পরীক্ষামূলক বাজেটের ঘোষণা দেন অর্থমন্ত্রী। পরীক্ষামূলক এই বাজেটে চলতি অর্থবছরের টাঙ্গাইল জেলার জন্য মোট ১৬৭৩ কোটি ৪৫ লাখ ৬৭ হাজার টাকা বরাদ্দ রাখা হয়। এর মধ্যে অনুন্নয়ন ব্যয় দেখানো হয়েছে ১১১৮ কোটি ৫৫ লাখ ৪৩ হাজার টাকা এবং উন্নয়ন ব্যয় দেখানো হয়েছে ৫৫৪ কোটি ৯০ লাখ ২৪ হাজার টাকা। বাজেট বক্তৃতায় তিনি আরও বলেন, আগামী দুই মাসের মধ্যে আমরা বাকি ৬টি বিভাগের ৬ জেলার জেলা বাজেট টাঙ্গাইলের ধাঁচে প্রকাশ করতে পারব।

সূত্র জানায়, স্থানীয় সরকারব্যবস্থা শক্তিশালী না হওয়া পর্যন্ত জেলা বাজেট কার্যকর করা সম্ভব নয়। বর্তমানে দেশের স্থানীয় সরকারব্যবস্থায় কোনো শক্তি নেই। এ জন্য সবকিছুই কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত হয়। ফলে প্রশাসনের বিকেন্দ্রীকরণ ছাড়া জেলা বাজেট ঘোষণা দিয়ে কোনো লাভ নেই বলে মনে করেন সংশ্লিষ্টরা। এদিকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, বর্তমান প্রশাসনিক কাঠামোতে জেলার বাজেট কার্যকর করা অত্যন্ত কঠিন। এ জন্য প্রয়োজন শক্তিশালী জেলা পরিষদ এবং প্রশাসনের বিকেন্দ্রীকরণ। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দীন আহমেদ বলেন, জেলা বাজেট বাস্তবায়ন করতে হলে প্রয়োজন প্রশাসনের বিকেন্দ্রীকরণ ও শক্তিশালী স্থানীয় সরকার। কিন্তু দেশের বর্তমান শাসনব্যবস্থায় এটা কোনোভাবেই সম্ভব নয় বলে তিনি মনে করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.