আমাদের কথা খুঁজে নিন

   

লড়াই হবে হাড্ডাহাড্ডি

নিউজিল্যান্ডের বাংলাদেশের সফরটিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন দেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। গতকাল চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইনডোর অনুশীলনের ফাঁকে সাকিব জানান, 'সিরিজের জন্য আমরা প্রস্তুত। মনে হচ্ছে এ সফরে ভালো ফাইট হবে। '

তিন দিনের অনুশীলন ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় টাইগাররা লাভবান হয়েছে বলে মনে করছেন সাকিব। তিনি বলেন, 'প্রস্তুতি ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় আমরা লাভবান হয়েছি।

অনুশীলন ম্যাচটি খেললে নিউজিল্যান্ড কন্ডিশনের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেত। ম্যাচটি না হওয়ায় সে সুযোগটি হাতছাড়া হয়েছে তাদের। '

নিউজিল্যান্ড দলের অভিজ্ঞ বোলার ড্যানিয়েল ভেট্টরির অনুপস্থিতি দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিতে পারে বলে মনে করেন সাকিব। তিনি বলেন, ভেট্টরিই বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার। ওর অনুপস্থিতি স্বাভাবিকভাবেই পার্থক্য গড়ে দেবে।

তবে দলে এখন যারা আছেন, তারাও ভালো খেলোয়াড়। '

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেটের আচরণ নিয়ে তিনি বলেন, 'ড্রেনেজ সিস্টেমের সংস্কার কাজ হওয়ার পর এ মাঠে একটি বলও গড়ায়নি। বলা যেতে পারে মাঠটি একেবারে নতুন। তাই উইকেটের আচরণ কেমন হবে তা আগে থেকে বলতে পারছি না। '

সিরিজের দলগত টার্গেট সম্পর্কে সাকিব বলেন, 'কোনো টার্গেট নিয়ে মাঠে নামব না।

ভালো করলে ভালো। খারাপ করলে অবশ্যই খারাপ লাগবে। '

চোটের কারণে ভেট্টরি ও গাপটিল বাংলাদেশ সফরে না আসলেও নিউজিল্যান্ডকে পিছিয়ে রাখতে নারাজ সাকিব। নিউজিল্যান্ডের বর্তমান দল সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে সাকিব বলেন, 'কোন দল কতটা অভিজ্ঞ সে হিসাবে করে লাভ নেই। ক্রিকেট নির্ভর করে পারফর্মের ওপর।

নির্দিষ্ট দিনে যারা ভালো করবে ফলাফল তাদের পক্ষে যাবে। আমাদের ভালো করতে হবে। তারপর ফলাফল আমাদের পক্ষে আসবে। '

সর্বশেষ বাংলাদেশ সফরে ওয়ান সিরিজ ৪-০ ব্যবধানে সিরিজ হেরে ছিল নিউজিল্যান্ড। তারপরও নিউজিল্যান্ড দলটিকে হালকাভাবে নিচ্ছেন না সাকিব।

সিরিজ নিয়ে সাকিবের মন্তব্য, 'প্রতি ম্যাচে যারা সব উইকেট নিতে পারবে। লড়ার মতো রান পুঁজি করতে পারবে তারাই সিরিজে এগিয়ে থাকবে। এখানে কাউকে এগিয়ে রাখা যাবে না। '

তিন দিনের প্রস্তুতি ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় হতাশা ব্যক্ত করেছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার ক্যান উইলিয়ামশন। তিনি বলেন, 'তিন দিনের ম্যাচটি খেলে কন্ডিশনের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ ছিল।

ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় আমরা সে সুযোগ মিস করেছি। তারপরও আমরা চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। তাই প্রথম টেস্টে আমরা চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.