আমাদের কথা খুঁজে নিন

   

চারজন নবজাতকের মৃত্যুর দায়ভার কার ?

সাধারন, আশাবাদী এবং যুক্তিবাদী ।

গত শুক্রবারে টাঙ্গাইল সদর হাসপাতালে চারজন শিশু অকালে মারা গেছে কিন্তু আমি বলতে চাই যে তাদের মেরে ফেলা হয়েছে । আমাদের দেশে ভুল চিকিৎসায় কেউ মারা গেলে ডাক্তারদের কখনও জেলে যেতে হয় না । তারা ব্রাহ্মণের জাত । তাদের ধরা যাবে না ।

তারা দেবতার মত । তাদের দোষ নাই । সরকারি হাসপাতালগুলোতে এমন ঘটনা হলে বড়জোর তদন্ত কমিটি হয় । রিপোর্ট হয়ত জমা পড়ে যা ডাক্তারদের দ্বারাই সম্পাদন করা হয়ে থাকে ! শুক্রবারের ঘটনাতেও একটি তদন্ত কমিটি হয়েছে । এখনও তদন্ত কমিটির রিপোর্ট জমা পড়ে নাই ।

তাই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না প্রকৃতপক্ষে কি ঘটেছিল । কিছু সম্ভাবনাকে উড়িয়ে দেয়া যায় না । যেমন প্রয়োগকৃত ইনজেকশনটির মেয়াদ ছিল না অথবা ব্যবস্থাপত্রে ভুল নির্দেশনা ছিল । এমনও হতে পারে যে ইনজেকশনটি প্রস্তুতের সময় বড় ধরনের কোন ত্রুটি ছিল । আমি আরও অবাক হয়ে যাই যখন দেখি যে কোন ফার্মাসিস্ট এ ব্যাপারে কোন কথা বলছে না ।

আমাদের দুর্ভাগ্য হল আমরা জাতীয় কোন ইস্যুতে এক হতে পারি না । ওষুধ প্রয়োগে শিশু মারা যাওয়ার কথা প্রায়ই শোনা যায় । কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আজও কার্যকর কোন ব্যবস্থা নেওয়া হয় নাই । আসলে আমরা কি অনুভূতিহীন হয়ে গেছি । না নিজের সন্তানটি এভাবে মারা গেলে সরব হব? আমি লজ্জিত ও দুঃখিত নবজাতকদের মা-বাবা'র কাছে এজন্য যে আমি আমরা কেউ এর দায়ভার এড়াতে পারি না ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.