ইংল্যান্ডের সাবেক দ্রুতগতির বোলার স্টিভ হার্মিসন পেশাদার ক্রিকেটকে একেবারে বিদায় বলে দিলেন।
অবসরের এই সিদ্ধান্তে ডারহামের সঙ্গে ১৭ বছরের দীর্ঘ সম্পর্কও চুকে গেল ডানহাতি এই বোলারের। চলতি মৌসুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের পথে একটি ম্যাচও খেলা হয়নি ৩৪ বছর বয়সী হার্মিসনের। বর্তমান চুক্তির মেয়াদও প্রায় শেষ।
আজ রবিবার স্থানীয় সানডে সান পত্রিকাকে হার্মিসন বললেন, ভালো অবস্থানে থেকে আমি চলে যাওয়ার আশা করেছিলাম।
কিন্তু আমার শরীর সেটা হতে দিল না। একটি ম্যাচেও প্রথম দলের হয়ে খেলতে পারলাম না। এই মৌসুমের শেষে আমার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে। অবসর যে নেব এটা ভেবে রেখেছিলাম। ’
উল্লেখ্য, ২০০২ সালে ভারতের বিপক্ষে ট্রেন্ট ব্রিজে টেস্ট অভিষেক হওয়া হার্মিসন ওয়ানডেও খেলেছেন ৫৮টি।
৩২.৬৪ গড়ে নিয়েছেন ৭৬ উইকেট। আর ৬৩ টেস্টে নিয়েছেন ২২৩ উইকেট। এছাড়াও অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষেও দুটি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা হয়েছে তার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।