বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) মহাসচিব মাওলানা আবদুল জাব্বার জাহানাবাদী বলেছেন, ক্ষমতায় টিকে থাকতে হলে নব্বই শতাংশ মানুষের ইসলামী মূল্যবোধকে উপলব্ধি করতে হবে। তাই সরকারের ঘাড়ে সওয়ার হওয়া নাস্তিক্যবাদী ভূত ঝেড়ে ফেলতে হবে। নইলে সামনে কঠিন পরিস্থিতির মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে। সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ ইতিহাস সম্মিলনী আয়োজিত ধর্ম ও রাজনীতি : দক্ষিণ এশিয়া শীর্ষক সম্মেলনে ধর্মনিরপেক্ষতার নামে ইসলামের বিরুদ্ধাচরণ ও নাস্তিক্যবাদের প্রচারণার প্রতিবাদে এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। বিবৃতিতে মাওলানা আবদুল জাব্বার আরও বলেন, সম্মেলনটি ধর্মীয় মৌলবাদ রুখার নামে ওরিয়েন্টালিজমের ইসলাম প্রতিরোধ মিশনের ধারাবাহিক প্রোগ্রামের একটি। দক্ষিণ এশিয়ার জনমনে ইসলামের যে প্রভাব ও অনুরাগ রয়েছে তা মানুষের অন্তর থেকে দূরীভূত করার লক্ষ্যেই তাদের কোটি কোটি টাকা ব্যয়ে এই সেমিনার-সিম্পোজিয়ামসহ যতসব আয়োজন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।