মাদারীপুর সদর থানা থেকে আকাশ বৈরাগী নামের এক রিমান্ডের আসামি পালিয়েছে। এ ঘটনায় গতকাল দুপুরে সদর থানার ওসি মোফাজ্জল হোসেন, এএসআই কাজী নেওয়াজ ও কনেস্টেবল বাদশা মিয়াকে ক্লোজ করা হয়েছে। তবে মোটা অংকের উৎকোচের বিনিময়ে পুলিশ আসামিকে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। পলাতক আকাশের বাড়ি গোপলগঞ্জের জলিরপাড় গ্রামে।
জানা গেছে, শুক্রবার শহরের ইটেরপুল এলাকা থেকে মোটরসাইকেল চুরির সরঞ্জামসহ চোরচক্রের ৩ সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। পরে রবিবার রাতে থানা থেকে রিমান্ডের আসামি চোরচক্রের মূল হোতা আকাশ বৈরাগী পালিয়ে যায়। এ ঘটনায় সদর থানার ওসি মোফাজ্জল হোসেন, এএসআই কাজী নেওয়াজ ও কনেস্টেবল বাদশা মিয়াকে ক্লোজ করা হয়েছে। এএসআই কাজী নেওয়াজ ও কনেস্টেবল বাদশা মিয়া জানান, রবিবার রাতে আমরা ডিউটিতে ছিলাম। রাত ৩ টার দিকে দেখি লকাপের তালা খোলা। আসামি নাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।