আমাদের কথা খুঁজে নিন

   

খরচ মেটাতে শিক্ষার্থীদের কাছ থেকে চাঁদা আ

শিক্ষকদের দাবি আদায়ের আন্দোলনের খরচ মেটাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

সূত্র জানায়, আগামী ২৮ আগস্ট প্রাথমিক শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল, প্রধান শিক্ষকের দ্বিতীয় শ্রেণীর মর্যাদাসহ ১২ দফা দাবি আদায়ে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ডেকেছে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি (বাসার-তোতা গ্রুপ)। এ কর্মসূচি সফল করতে জেলার সদর দক্ষিণ উপজেলার প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সম্পাদক হারুনুর রশিদ ও সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদসহ শিক্ষক নেতারা বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে প্রধান শিক্ষকের মাধ্যমে ১ টাকা করে চাঁদা নেওয়ার অভিযোগ ওঠে। সদর দক্ষিণ উপজেলার বেশিরভাগ বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফি'র সঙ্গে ওই চাঁদা আদায় করা হয়েছে বলে অভিযোগ করেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির আউয়াল-সালেহা গ্রুপের নেতারা। এ বিষয়ে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব সালেহা আক্তার জানান, চাঁদা আদায়ের বিষয়টি জেলা ও উপজেলা প্রশাসনকে জানিয়েছি।

এদিকে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির বাসার-তোতা গ্রুপ নেতা হারুনুর রশিদ জানান, কেউ চাঁদা আদায় করেনি।

সদর দক্ষিণ উপজেলা শিক্ষা অফিসার সঞ্চিতা দাস জানান, সংগঠনের শিক্ষক নেতাদের ডেকে জিজ্ঞাসা করলে তারা তা অস্বীকার করেছেন। যদি কেউ এ ধরনের চাঁদা আদায় করে থাকেন তবে তা ফেরত দিতে নির্দেশ দিয়েছি।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.