মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে এবার চট্টগ্রাম থেকে সাহিত্যের বিভিন্ন বিষয়ে শতাধিক বই প্রকাশিত হয়েছে। নতুন ও পুরনো নানা বই নিয়ে চট্টগ্রামে চলছে তিনটি বইমেলা। শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে শুরু হবে আরেকটি মেলা। তবে এসব বইমেলা পাঠক-লেখক-প্রকাশকদের মিলনমেলায় পরিণত হয়নি বলে অভিযোগ ক্রেতাদের। সবার দাবি-বিচ্ছিন্নভাবে একাধিক মেলা না করে বড় আয়োজনে একটি করলে মেলা আরও বেশি জমে উঠত। চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে মুসলিম হল প্রাঙ্গণ, একুশে মেলা পরিষদের উদ্যোগে ডিসি হিলে চলছে 'একুশে বইমেলা' ও চট্টগ্রাম ক্লাবের আয়োজনে ক্লাব প্রাঙ্গণে চলছে বইমেলা। এবার চট্টগ্রামের বিভিন্ন প্রকাশনী থেকে বেরিয়েছে প্রায় শতাধিক বই। এর মধ্যে উল্লেখযোগ্য হলো শৈলী প্রকাশন থেকে ৩৫টি, বলাকা প্রকাশন থেকে ৩০টি, কালধারা থেকে ১৭টি, আবির প্রকাশন থেকে ৯টি। এবার প্রকাশিত উল্লেখযোগ্য বইয়ের মধ্যে আছে শৈলী প্রকাশনের রাশেদ রউফের শিশুতোষ গ্রন্থ 'ও আমার কিশোর বেলা' এবং 'ও আমার সোনার বাংলা', আকতার হোসেনের 'মেঘের কি বাড়ি নাই', জিন্নাহ চৌধুরীর 'চেনা পথে যায় তারা', জাহেদ মোতালেবের 'মুড়ি বুড়ি', আরিফ মোর্শেদের 'প্রাণহীন অনুযোগ', শাহরিয়ার ফারজানার 'স্বপ্নের উদ্যান'। আবির প্রকাশনের মুহাম্মদ নুরুল আবসার সম্পাদিত বরেণ্য সাংবাদিক 'সিদ্দিক আহমেদ সম্মাননা স্মারক', কালধারার শাহ্ আলম নিপু সম্পাদিত কাব্যগ্রন্থ হেমন্তের সন্ধ্যায় কবির উচ্চারণ', মানজুর মুহাম্মদের 'আজ পুতুলের বিয়ে', বলাকা প্রকাশনের জামাল উদ্দিন সম্পাদিত 'মুক্তিযুদ্ধে চট্টগ্রাম', শরীফা বুলবুলের 'আমি সংখ্যালঘুর মেয়ে'। শৈলী প্রকাশনের প্রকাশনা উপদেষ্টা রাশেদ রউফ বলেন, প্রতিবছরই শৈলী প্রকাশন থেকে বরেণ্য লেখকদের লেখা নিয়ে সাহিত্যের বিভিন্ন বিষয়ে বই প্রকাশিত হয়। এবারও ৩৫টি বই বের হয়েছে। মেলা প্রসঙ্গে তিনি বলেন, চট্টগ্রামের বইমেলার একটা দীর্ঘ গৌরবময় ঐতিহ্য আছে। তারই ধারাবাহিকতায় এ বছরও বইমেলা হচ্ছে। তবে মেলা জমে ওঠার ক্ষেত্রে পাঠকদের যে ভূমিকা আছে তা আরও বেশি জোরদার হলে মেলাও মুখরিত হবে। আবির প্রকাশনের মুহাম্মদ নুরুল আবসার বলেন, চট্টগ্রামে মেলা হলেও তা জমে না। যা হয় তা কেবল নিয়ম রক্ষার খাতিরে। তবে সবাই একসঙ্গে যৌথভাবে মেলার আয়োজন করলে পাঠক-ক্রেতা বাড়ত বলে আমরা মনে করি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।