আমাদের কথা খুঁজে নিন

   

মাদক থেকে দূরে থাকতে হবে

মাদকের আগ্রাসন দেশের যুবসমাজকে গ্রাস করতে চলেছে। বলা হচ্ছে, দেশের ৩০ লাখ তরুণ-তরুণী ইয়াবা নামের মাদকে আসক্ত। মদ, গাঁজা, ভাং, আফিম, ফেনসিডিল ইত্যাদি মাদকাসক্তের হিসাবে ধরলে এ সংখ্যা প্রায় এক কোটির মতো। পত্র-পত্রিকায় প্রকাশিত অনুমিত হিসাবের অর্ধেক এমনকি এক-চতুর্থাংশও যদি সত্যি হয় তাও অনুমান করতে কঠিন হবে না যে, আমরা কোন ভয়াবহ অবস্থার দিকে এগিয়ে যাচ্ছি।

গত ১৫ আগস্ট গভীর রাতে রাজধানীতে এক পুলিশ ইন্সপেক্টর এবং তার স্ত্রী নিহত হন মাদকাসক্ত মেয়ের হাতে। অষ্টাদশী মেয়ে ঐশীর বেপরোয়া জীবনযাপনে বাধা দেওয়ায় সে তার বাবা-মাকে নিজ হাতে হত্যা করে। বাবা-মাকে কফিতে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ায়। তারা যখন গভীর ঘুমে তখন তাদের কুপিয়ে হত্যা করা হয়। ইয়াবা নামের মাদকে আসক্ত হয়ে ঐশী তার স্বাভাবিক বোধশক্তি হারিয়ে ফেলেছিল। যে কারণে সে তার জনক-জননীকে হত্যা করতে দ্বিধা করেনি।

মাদকদ্রব্য মানুষের কাণ্ডজ্ঞানকে কেড়ে নেয়। মাদক ব্যবহারে মানুষ তার স্বাভাবিক বোধশক্তি হারায়। যে কারণে ইসলাম সব ধরনের মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের মাদক থেকে দূরে থাকার নির্দেশ দিয়ে বলেছেন, 'নেশাজাতীয় যে কোনো জিনিসই মাদক এবং সব ধরনের মাদকই হারাম।' (মুসলিম)

পবিত্র কোরআনে মদ ও জুয়ার ব্যাপারে কঠোর সাবধান বাণী উচ্চারিত হয়েছে। সূরা আল-মায়িদার ৯১ নম্বর আয়াতে ইরশাদ করা হয়েছে, 'শয়তান তো মদ ও জুয়া দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ঘটাতে চায় এবং তোমাদের আল্লাহর স্মরণে ও নামাজে বাধা দিতে চায়। তবে কি তোমরা নিবৃত হবে না?' যুব সমাজ তথা আমাদের সন্তান-সন্ততি বা ভাই-বোনকে মাদকের অভিশাপ থেকে রক্ষা করতে হলে ধর্মীয় ও পারিবারিক অনুশাসনের দিকে নজর দিতে হবে। যে পরিবারের সন্তানরা ধর্মীয় অনুশাসন মেনে চলে তাদের মাদকাসক্ত হওয়ার আশঙ্কা প্রায় শূন্যের কোঠায়। আল্লাহ আমাদের সবাইকে সব ধরনের মাদক থেকে দূরে থাকার তৌফিক দান করুন।

লেখক : ইসলামী গবেষক।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.