দেশের সাংঘর্ষিক রাজনীতি ও সাংবিধানিক সংকটে উদ্ভূত পরিস্থিতিতে নির্বাচন প্রসঙ্গে চট্টগ্রাম নাগরিক ঐক্য আয়োজিত 'নাগরিক সংলাপে' দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেছেন, সত্যিকার অর্থে জঙ্গিবাদ, মৌলবাদকে রুখতে হলে দেশের গণতন্ত্রকে রক্ষা করতে হবে। তাই গায়ের জোরে নির্বাচন করার প্রবণতা থেকে সরে আসতে হবে। সবার জন্য গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে- এটা সরকারের দায়িত্ব। তা না হলে গ্রামগঞ্জের কেন্দ্র থেকে ব্যালট বাঙ্ আনতে পারবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।
গতকাল মুসলিম ইনস্টিটিউশন হলে মুক্তিযোদ্ধা সোহরাব হোসেনের সভাপতিত্বে সংলাপে মুখ্য আলোচক ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।