"আমার মাঝের অন্য আমি"
যখন চোখ জুড়ে জল
দিয়েছ তুমি বল।
কষ্টের আর্তনাদের সময়,
দিয়েছ তুমি অভয়।
সবসময় পাশে ছিলে,
কেন এত ভালবাসা দিলে?
সাড়ে তিন হাত দুরে,
সাড়ে তিন হাত ঘর আমার।
চেয়েছি ভুলে যেতে সব, সময় হয়েছে যাবার,
তবুও বাকি থেকে যায় স্মৃতি,
...তোমার আর আমার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।