আমাদের কথা খুঁজে নিন

   

মর্যাদা প্রতিষ্ঠায় তৎপর সম্ভাব্য প্রার্থীরা

জেলার ৬টি আসনের মধ্যে নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনটিতে দেশের শীর্ষস্থানীয় শিল্পপতিদের অবস্থান। এছাড়া বৃহত্তর নোয়াখালীর প্রধান ব্যবসা বাণিজ্য কেন্দ্র হিসেবেও আসনটি গুরুত্বপূর্ণ। ১৯৯১ সাল থেকে এ আসনে বিএনপি জয়ের ধারা অব্যাহত রেখেছে। ১৯৯১, ১৯৯৬ ও ২০০৭ সালের নির্বাচনে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লা বুলু নির্বাচিত হন। ২০০১ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী পারটেঙ্ গ্রুপের কর্ণধার শিল্পপতি আবুল হাসেম প্রায় লক্ষাধিক ভোটের ব্যবধানে অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করে রীতিমতো চমক সৃষ্টি করেন।

এবারের নির্বাচনে বিএনপি প্রার্থীদের মধ্যে বরকত উল্লা বুলু এমপি, কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মাজহারুল ইসলাম দোলন, অবসরপ্রাপ্ত মেজর ডা. রেজা এবং পারটেঙ্ গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেমের নাম শোনা যাচ্ছে। শেষতক এ আসনে নতুন মুখ এলে অবাক হওয়ার কিছুই থাকবে না। অপরদিকে আসনটিতে আওয়ামী লীগের অভ্যন্তরীণ গ্রুপিং সক্রিয় রয়েছে। আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা হলো, বিগত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সাবেক সেনা প্রধান জেনারেল (অব.) মঈন উ আহমদের ছোট ভাই শিল্পপতি মিনহাজ আহমেদ জাবেদ, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও গ্লোব শিল্প গোষ্ঠীর পরিচালক, চৌমুহনী পৌর মেয়র মামুনুর রশিদ কিরণ, নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান ডা. জাফর উল্লা ও তার ছোট ভাই শিল্পপতি এনায়েত উল্লা। বিগত নির্বাচনে এ আসনে মহাজোট প্রার্থী লুৎফুন্নাহার মুন্নী মাত্র পাঁচ হাজার ভোট পান।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মামুনুর রশিদ কিরণ ৭৪ হাজার ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মিনহাজ আহমেদ জাবেদ ৪৭ হাজার ভোট পান। বিগত ওয়ান ইলেভেনের সময় জাবেদের প্রচেষ্টায় এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ হওয়ায় স্বতন্ত্র প্রার্থী হলেও তিনি উলি্লখিত সংখ্যক ভোট পেয়েছেন বলে দাবি তার সমর্থকদের। বেগমগঞ্জ আসনে জাতীয় পার্টির প্রচুর ভোটার রয়েছে। এসএ পরিবহন ও এসএ টিভির কর্ণধার সালাহউদ্দিন আহমেদ জাতীয় পার্টিতে যোগদানের পর দলটি অনেকটা সুদৃঢ় অবস্থানে রয়েছে। আগামী নির্বাচনে সালাউদ্দিন আহমেদ জাতীয় পার্টির টিকিটে এ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে দলীয় নেতা-কর্মীরা জানান।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.