দেশের ইতিহাসের ঘৃণ্যতম 'ব্যাংক ডাকাতির' ঘটনা হলমার্ক অর্থ আত্দসাতের হোতাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। দীর্ঘ এক বছর কসরতের পর দুর্নীতি দমন কমিশন (দুদক) আদালতে যে অভিযোগপত্র দাখিল করেছে তাতে ২৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। দুদকের এই অভিযোগপত্রে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের কাউকে অভিযুক্ত করা দূরের কথা এ বিষয়ে ইশারা করাও হয়নি। সরকার কর্তৃক দলীয় বিবেচনায় নিয়োগকৃত পরিচালনা পর্ষদের সদস্যদের অগোচরে হাজার হাজার কোটি টাকা আত্দসাতের ঘটনা ঘটতে পারে এটি বিশ্বাস করা সত্যিকার অর্থেই কঠিন। স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান দুদকের এক বছরের কসরতেও তারা কীভাবে ধরাছোঁয়ার বাইরে থাকার সুযোগ পেলেন তা আমাদের বোধগম্য নয়। আদালতে অভিযোগপত্র দাখিলের পর দুদক উপপরিচালক ও তদন্ত কমিটির প্রধান সাংবাদিকদের বলেছেন, এটা কোনো ঋণ নয়। ব্যাংক ডাকাতি করে অর্থ তুলে নিয়েছেন তারা। তার এ স্পষ্ট মন্তব্য প্রশংসার দাবিদার হলেও হাজার হাজার কোটি টাকা লোপাটের সময় পরিচালনা পর্ষদের সদস্যরা কেন কুম্ভকর্ণের ঘুমে আক্রান্ত ছিলেন সে বিষয়টি স্পষ্ট না করা দুর্ভাগ্যজনক। দুদক সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে যে স্বাধীনতা ভোগ করে প্রয়োগের ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা থাকবে এমনটি কাম্য হওয়া উচিত নয়। দেশের ইতিহাসের বৃহত্তম ঋণ কেলেঙ্কারি ও জালিয়াতির হোতাদের শাস্তি নিশ্চিত করাই শুধু নয়, ভবিষ্যতে যাতে এ ধরনের 'ডাকাতির' সুযোগ কেউ না পায় তাও নিশ্চিত করা দরকার। ব্যাংক পরিচালনা পর্ষদের রাঘববোয়ালদের দায়ভোগের বাইরে রেখে চুনোপুঁটিদের অভিযুক্ত করার কসরত আত্দসাৎকৃত অর্থ উদ্ধার এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি রোধে কোনো অবদান রাখবে কিনা সে সংশয় থেকেই যাচ্ছে। দুদক অবশ্য ব্যাংক পরিচালনা পর্ষদের সন্দেহভাজন সদস্যদের সম্পর্কে অধিকতর অনুসন্ধান চালানোর কথা বলেছে। আমরা মনে করি দুদক যে সত্যিকারভাবেই স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান সে সত্যটি স্পষ্ট করতে ব্যাংক ডাকাতির হলমার্ক স্টাইলের সঙ্গে সংশ্লিষ্টদের বিচারের সম্মুখীন করতে সব চেষ্টাই চালানো হবে। সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদার কথা মনে রেখে এ ব্যাপারে তারা আন্তরিকতার পরিচয় দেবেন এমনটি আমরা দেখতে চাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।