ফেনী শহর ও বাজারের অলিগলিতে শতাধিক ককটেল ফাটিয়ে সোনার দোকানে ডাকাতি হয়েছে। গতকাল সন্ধ্যা ৭টার দিকে একযোগে শহরের ট্রাংক রোডের প্রেসক্লাব এলাকা ও বাজারের অলিগলিতে ৪০-৫০ জন দুর্বৃত্ত ককটেল ফাটিয়ে ধর ধর করে চিৎকার করে শহরে প্রখ্যাত আবেদিন জুয়েলারিতে এ ডাকাতি ঘটায়। ডাকাতরা ১৫ থেকে ২০ মিনিট শহরের বড় বাজারের খাজা আহম্মদ লেনের আবেদিন জুয়েলারিতে ঢুকে কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট চালায়। এ সময় জুয়েলারির তাকে সাজানো থাকা প্রতিটি স্বর্ণের গহনা তারা লুট করে নিয়ে যায়। জুয়েলারির মালিক জয়নাল আবেদিন জানান এই মুহূর্তে লুট হয়ে যাওয়া স্বর্ণের পরিমাণ সম্পর্কে তারা নিশ্চিত নন। তবে দোকানের এক কর্মচারী জানান লুট হওয়া সোনার পরিমাণ ৭০০ ভরির মতো হতে পারে। লুটপাট শেষে পুলিশ এসে বিভিন্ন স্থান থেকে অবিস্ফোরিত ১০-১২টি ককটেল, একটি গুলিভর্তি ম্যাগাজিন উদ্ধার করেছে। ফেনীর ভারপ্রাপ্ত পুলিশ সুপার সাইফুল হক জানান, ঘটনার তদন্ত চলছে। ইতোমধ্যে চট্টগ্রাম থেকে সিআইডির একটি বিশেষ দল ফেনীর উদ্দেশে রওনা দিয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।