শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার বহিষ্কৃত সাংসদ তথা ভুঁইফোড় অর্থলগি্নকারী সংস্থা সারদার মিডিয়া গোষ্ঠীর সাবেক (চিফ এঙ্িিকউটিভ অফিসার) সিইও কুনাল ঘোষকে গ্রেফতার করল বিধাননগর পুলিশ। শনিবার বিকাল সাড়ে ৫টা নাগাদ কুনাল ঘোষকে গ্রেফতার করা হয়। শনিবার ১১ বারের জন্য ফের কুনাল ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় বিধাননগর দক্ষিণ থানায়। সেখানে দীর্ঘক্ষণ ধরে জেরা করে পুলিশ। এর পর সন্ধ্যার কিছু আগে তাকে গ্রেফতার করা হয়।
গত বেশকিছু দিন ধরেই কুনাল ঘোষকে গ্রেফতারের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। শুক্রবার আশঙ্কা প্রকাশ করে সাংবাদিক বৈঠক করেছিলেন স্বয়ং কুনাল ঘোষ। তৃণমূল কংগ্রেসের কাছ থেকে এটা তার প্রত্যাশা ছিল বলে মন্তব্য করেছিলেন তিনি। শুক্রবারই সারদা কাণ্ডে বিধাননগর পুলিশ কুনাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করে। তার মিডিয়া ব্যবসা ছাড়া আর কোথায় কোথায় সারদার রুপি রাখা আছে তা জানতে চান বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা প্রধান অর্ণব ঘোষ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।