আমাদের কথা খুঁজে নিন

   

দাতাদের বৈঠকে ১৮০ কোটি ডলারের প্রতিশ্রুতù

বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সম্মেলন থেকে বাংলাদেশ এ বছর ১৮০ কোটি ডলার (প্রায় সাড়ে ১৪ হাজার কোটি টাকা) ঋণের অঙ্গীকার পেয়েছে বলে জানিয়েছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব আবুল কালাম আজাদ। বিডিনিউজ। সম্মেলনে অংশগ্রহণকারী বাংলাদেশ প্রতিনিধি দলের অন্যতম সদস্য আবুল কালাম আজাদ ওয়াশিংটনে স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় এ তথ্য জানান। তিনি বলেন, চলতি অর্থবছরে সামাজিক নিরাপত্তা খাতে ৫০ কোটি, উপকূলীয় সুরক্ষা খাতে ৪০ কোটি এবং বিদ্যুৎ উন্নয়ন খাতে ৫০ কোটি ডলার দেওয়ার অঙ্গীকার করেছে বিশ্বব্যাংক ও আইএমএফ। এ ছাড়া আরও কয়েকটি প্রকল্পে তারা আরও ৪০ কোটি ডলার দেবে। নির্বাচনের বছরে বাংলাদেশ সহজ শর্তে এ ঋণ পাবে। রবিবার আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন ল্যাগার্ডের সঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বৈঠক হয়েছে। ক্রিস্টিন বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতার প্রশংসা করেন এবং এই প্রবৃদ্ধি অব্যাহত থাকলে বাংলাদেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পেঁৗছাতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানও ওই বৈঠকে অংশ নেন বলে ইআরডি সচিব জানান। তিনি বলেন, অর্থমন্ত্রী বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ফিলিপ লি হোয়েরোর সঙ্গেও বৈঠক করেছেন।

বৈঠকে বাংলাদেশে চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে কথা হয়েছে। বাংলাদেশের মানুষের জীবনমানের উন্নয়নে বিশ্বব্যাংকের অব্যাহত সহায়তার জন্য অর্থমন্ত্রী তাকে ধন্যবাদ জানিয়েছেন। গভর্নর আতিউর রহমান বলেন, অনেকেই বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। অর্থমন্ত্রী তাদের আশ্বস্ত করেছেন, বাংলাদেশের মানুষ নিজেদের ভাগ্যোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করছে। বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সম্মেলনে যোগ দিতে ৯ অক্টোবর অর্থমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল ওয়াশিংটনে পেঁৗছায়।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.