তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচন করবে না বলে হুমকি দিচ্ছে। কিন্তু এই মুহূর্তে তাদের আসল এজেন্ডা হলো- মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসি আটকানো। তথ্যমন্ত্রী অভিযোগ করেন, মানবাধিকার সংগঠন অধিকারের এজেন্ডা মানবাধিকার রক্ষা নয়, তাদের প্রধান এজেন্ডা জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম ও জঙ্গিবাদীদের স্বার্থরক্ষা।
গতকাল দুপুরে কুষ্টিয়ার মিরপুরে নিজ নির্বাচনী এলাকায় নেতা-কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, 'বাংলাদেশ একটি স্বাধীন দেশ। বাংলাদেশ নিজের আইনে চলে। বিদেশি টাকায় পুষ্ট যেসব সংস্থা কাজ করছে, তারা বাংলাদেশের জনগণের ওপর চোখ রাঙাবে না এবং উঁচু গলায় কথা বলবে না।' এ সময় সেখানে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাদ জাহান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সোহেল রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।