আমাদের কথা খুঁজে নিন

   

দেশজুড়ে পুলিশ-শিবির সংঘর্ষ

পুলিশ-শিবির সংঘর্ষে গতকাল চুয়াডাঙ্গায় একজন শিবির কর্মী নিহত হয়েছেন।

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশ-শিবির ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেনসহ আটক সব নেতা-কর্মীর মুক্তির দাবিতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী বিক্ষোভ করে ইসলামী ছাত্রশিবির। এ সময় তারা পুলিশের ওপর চড়াও হয়। তারা পুলিশের ওপর বোমা, ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। পুলিশের ছোড়া গুলিতে চুয়াডাঙ্গায় নিহত হন এক শিবির কর্মী রফিকুল ইসলাম। সংঘর্ষের সময় বিভিন্ন স্থানে শিবিরের হামলায় পুলিশসহ আহত হয়েছেন অন্তত ১০ জন। এসব ঘটনায় ১৫ শিবির কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। নিজস্ব প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো খবর-

চুয়াডাঙ্গা : জেলার দামুড়হুদা উপজেলার দর্শনায় পুলিশের গুলিতে নিহত হয়েছেন এক শিবির কর্মী।

দর্শনা রেলস্টেশন এলাকায় গতকাল বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিবির কর্মীর নাম রফিকুল ইসলাম (২৩)। সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের মালেকের ছেলে তিনি। ঘটনার সত্যতা স্বীকার করেছে পুলিশ। জামায়াতের জেলা আমির আনোয়ারুল হক মালিক বলেন, সারা দেশে গতকাল ছিল শিবিরের বিক্ষোভ কর্মসূচি।

বেলা ৩টায় দর্শনায় মিছিলের আয়োজন করে শিবির। কর্মসূচির শেষ পর্যায়ে পুলিশ বাধা দিলে শিবির কর্মীরা তা উপেক্ষা করে। এ সময় পুলিশ নির্বিচারে গুলিবর্ষণ করলে ঘটনাস্থলে নিহত হন রফিকুল। ঘটনার পরপরই নিজেদের হেফাজতে লাশ নিয়ে গেছে পুলিশ। দর্শনা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান বলেন, হট্টগোলের একপর্যায়ে পুলিশ ফাঁকা গুলি ছুড়লে তা রফিকুলের শরীরে বিদ্ধ হয়।

রাজশাহী : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজলা গেট এলাকায় পুলিশের সঙ্গে শিবির কর্মীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। শিবির কর্মীরা গতকাল বেলা আড়াইটার দিকে ঝটিকা মিছিল বের করে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর করলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এতে বড় হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, রাবি শিবিরের সেক্রেটারিসহ ৮ নেতা-কর্মীকে আটকের প্রতিবাদে দুপুরে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট থেকে মিছিল বের করে শিবির। মিছিলটি কাজলা এলাকার কেডি ক্লাবের মোড়ের দিকে এগিয়ে গেলে পুলিশ বাধা দেয়।

এ সময় শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন এবং চারটি ককটেলের বিস্ফোরণ ঘটান। তারা রাস্তা অবরোধের চেষ্টা চালান এবং একটি অটোরিকশা ভাঙচুর করেন। এ সময় পুলিশ ১৫-২০ রাউন্ড শটগানের গুলি, রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করলে শিবির কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। দৌড়ে পালানোর সময় তারা পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবদুস সোবহান বলেন, 'শিবির কর্মীরা মিছিল বের করে ভাঙচুর চালানোর চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

তবে তারা এর আগে পুলিশকে লক্ষ্য করে ককটেল ও পালিয়ে যাওয়ার সময় গুলি ছোড়েন। ' এদিকে রাবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সাদ্দামের রগ কাটার ঘটনায় মামলা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি আশরাফুল আলম ইমন ও সেক্রেটারি সাইফুদ্দিন ইয়াহিয়াসহ ৩৪ নেতা-কর্মীকে আসামি করা হয়। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম আহমেদ সেতু বাদী হয়ে গতকাল মতিহার থানায় মামলাটি করেন। মতিহার থানার ওসি আবদুস সোবহান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার আটক চারজনকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। প্রসঙ্গত, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়-সংলগ্ন বিনোদপুর এলাকায় সাদ্দামের ওপর হামলা চালিয়ে তার হাত-পায়ের রগ কেটে দেয় শিবির।

ঢাকা : রাজধানীর মতিঝিলে পুলিশকে লক্ষ্য করে গতকাল হাতবোমা ও ইটপাটকেল নিক্ষেপ করেছে শিবির। পরিস্থিতি সামাল দিতে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।

এ ঘটনায় পাঁচ শিবির কর্মীকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক দণ্ড দেন তাদের। এদিকে সকাল ৯টার দিকে মহাখালীর ওয়্যারলেস গেট এলাকায় জামায়াত-শিবির কর্মীরা বিক্ষোভ মিছিল থেকে ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় দুই শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, মতিঝিল এজিবি কলোনি এলাকায় গতকাল সকাল সাড়ে ৮টার দিকে জামায়াত-শিবিরের ২০-২৫ জন নেতা-কর্মী একটি মিছিল বের করেন।

একপর্যায়ে তারা এজিবি কলোনির কাঁচাবাজারের দক্ষিণ পাশে দায়িত্বরত পুলিশের ওপর চড়াও হন। মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে হাতবোমা ও ইটপাটকেল নিক্ষেপ করেন। আত্দরক্ষার্থে মিছিলকারীদের লক্ষ্য করে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ঘটনাস্থল থেকে আবদুল্লাহ মুহাম্মদ সিফাত (২৭), সোয়েব আহম্মেদ (১৮), মো. বোরহান উদ্দিন (২০), মুশফিকুর রহমান (২২) ও মো. ইলিয়াছকে (২১) গ্রেফতার করা হয়।

পরে তাদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল কালামের ভ্রাম্যমাণ আদালত। মতিঝিল থানার ওসি ফরমান আলী জানান, মিছিলের মাধ্যমে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেন শিবির কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। এদিকে সকাল ৯টার দিকে মহাখালীর ওয়্যারলেস গেট এলাকায় জামায়াত-শিবির কর্মীরা বিক্ষোভ মিছিল থেকে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটান। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে পুলিশ এসে ধাওয়া করলে শিবির কর্মীরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে আনিসুর রহমান (২১) ও শাহ পরান (২৩) নামের দুই শিবির কর্মীকে গ্রেফতার করে পুলিশ।

ঝিনাইদহ : শিবিরের মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ককটেল ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশসহ চারজন আহত হয়েছেন। শহরের আদর্শপাড়া শিশু একাডেমির সামনের সড়কে গতকাল এ ঘটনা ঘটে।

সদর থানার ওসি কাজী জালাল উদ্দিন জানান, কেন্দ্রীয় সভাপতির মুক্তির দাবিতে শিবির সকাল সাড়ে ৯টার দিকে শহরের শেরেবাংলা সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের করে। পুলিশ এতে বাধা দিলে শিশু একাডেমির সামনের সড়কে গিয়ে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে একটি ককটেলের বিস্ফোরণ ঘটান ও ইটপাটকেল ছুড়তে থাকেন। পুলিশ ছয় রাউন্ড শটগানের গুলি ও তিন রাউন্ড টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে দুই পুলিশসহ চারজন আহত হন।

শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার শিমরাইলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিবির। মহাসড়কের কয়েকটি স্থানে গতকাল সকাল ১০টায় প্রায় ২০ মিনিট পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, সংগঠনের সভাপতি দেলোয়ার হোসেনের মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সকাল ১০টায় সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে বিক্ষোভ মিছিল বের করে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশিবির। এ সময় মিছিলকারীদের হাতে ছিল লাঠি।

কুমিল্লা : মহানগরীতে পুলিশের গাড়িতে হামলা চালিয়েছে পুলিশ। হামলায় আহত হয়েছেন তিন পুলিশ সদস্য। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে শিবির কর্মীরা মহানগরীর চকবাজার এলাকা থেকে একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি নগরীর ছাতিপট্টি এলাকায় এলে শিবির কর্মীরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। এ সময় তারা মিছিলের সামনে পড়া চকবাজার পুলিশ ফাঁড়ির একটি মিনি ট্রাকে হামলা চালিয়ে তা ভাঙচুর করে।

এতে আহত হন গাড়িতে থাকা তিন পুলিশ সদস্য।

নোয়াখালী : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঈদের আগে সভাপতিসহ দলীয় সব নেতা-কর্মীর মুক্তির দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে শিবির। জেলা জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর বাজারে গিয়ে শেষ হয়। এদিকে শহরের মাইজদী বাজার এলাকায় নাশকতার পরিকল্পনার অভিযোগে অভিযান চালিয়ে মুনতাসির বিল্লাহ (২৪) নামে এক শিবির কর্মীকে গতকাল আটক করেছে পুলিশ। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি শিবির কর্মী আটকের বিষয়টি নিশ্চিত করেন।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.