জেগে থাকা শ্রদ্ধার নিয়ে ফুলঝুরি, যারা দিয়ে গেছ প্রাণ- সেই ত্যাগ অম্লান বিজয়ের ক্ষণে আজ তোমাদের স্মরি।
কেউ করিছে ছুরি মেরে
কেউবা ছুঁড়ে বোমা,
আক্রান্ত চিৎকার করে
কাতর স্বরে ও-মা।
কেউবা করে গুলি মেরে
বুলেট ফুটে ফশ,
কেউবা আবার হিসেব করে
কত্ত হল যশ।
কেউ করে খুন হুকুম দিয়ে
কেউবা করে পালন,
আমজনতা খুনী হবে
করে তাদের লালন।
পা চাঁটারা আলোয় বসে
হিসাব দিয়ে যায়,
কত্ত গেলো কত্ত এলো
কার কি আসে যায়।
আর যারা নেই খুনের সাথে
বিবেক করে খুন,
এড়িয়ে যাবার নেইতো উপায়
দোষ কি তবে গুণ।
দেশজুড়ে আজ অনেক খুনী
যত্ত বলি ভাই,
এড়িয়ে যেতে চাইলেও তো
কোন উপায় নাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।