কেবলই নিজেকে খুঁজছি
একদিন নদীটির সাথে প্রতারণা করেছিল মানুষের পূর্বপুরুষেরা
তখন নদীটি যুবতী, তখন নদীটির মুখে দুকূল ছাপানো লাস্যময়ী হাসি!
মানুষের পূর্বপুরুষেরা নদীটির পুরুষ্টু বুকে
ডুবসাঁতার খেলতে খেলতে থুতু ছিটিয়েছিল!
মানুষের পূর্বপুরুষেরা সীমাহীন কামনার বর্জ্য
সেঁধিয়ে দিয়েছিল নদীটির কোমল যোনিপথে!
মানুষের পূর্বপুরুষেরা ভালবাসার কথা বলে
নদীটির গলা টিপে ধরেছিল!
এখন নদীটির মুখে বলিরেখা, এখন নদীটির বুকে বলিরেখা,
এখন নদীটির সারা শরীরে অসংখ্য বলিরেখা!
অথচ স্বর্গের কথিত অন্সপরাদের মতো নদীরও কখনও বুড়ি হবার কথা ছিল না!
এখন এই জনপদে কোন মানুষেরা এসে নদীর কথা শুনলে-
নদীর কাছে ছুটে যাবার জন্য উদগ্রীব হয়।
নদীর পাড়ে হাওয়া খেতে, নদীর বুকে ডুবসাঁতার কাটতে,
নদীর মায়া সান্নিধ্য পাবার জন্যে-তাদের ভেতরটা আকুলি-বিকুলি করে ওঠে!
তারপর যখন মানুষেরা নদীর পাড়ে যায়,- নদী তখন দূর্গন্ধ ছড়ায়!
বলিরেখার ভাঁজে ভাঁজে, কিংবা যোনির গহ্বরে জমে থাকে যেটুকু জল
তা থেকে কেবল দূর্গন্ধ ছড়ায়!
বোকা বনে যাওয়া মানুষেরা তখন নদীকে গালি দেয়!
ময়লা দাঁত বের করে নদী হাসে, মানুষের পূর্বপুরুষদের মুখ মনে করে,
আপনমনে নিজের ভেতরে নদী, নিজেই কাঁদে!
একদিন নদীটির সাথে প্রতারণা করেছিল মানুষের পূর্বপুরুষেরা
এখন নদীটি পাগলী বেশে ধোকাবাজি খেলায় মেতেছে মানুষের সাথে,
উত্তরকালের উত্তরপুরুষ নদীটিকে খুঁজে পাবে, ইতিহাসের জঠর ঘেঁটে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।