আমাদের কথা খুঁজে নিন

   

প্রহসনের নির্বাচন বন্ধ করুন : অলি আহমদ

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম বলেছেন_ মাননীয় প্রধানমন্ত্রী, প্রহসনের এই নির্বাচন বন্ধ করুন। শুধু একটি পঞ্চদশ সংশোধনীর কারণে দেশের ১৬ কোটি মানুষ নির্যাতন এবং হয়রানির শিকার হচ্ছে। বর্তমানে কোনো নাগরিকের নিরাপত্তা নেই। মানুষ অসহায়, হতবাক এবং নির্বিকার। গতকাল সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে অলি বলেন, প্রতিদিন মানুষ হত্যা করা হচ্ছে। ব্যবসা-বাণিজ্য প্রায় বন্ধের পথে। জেনেশুনে দেশের অর্থনীতি ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। সরকারের পক্ষ থেকে বারবার শুধু বলা হচ্ছে, সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করার জন্য দশম জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে। তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, সংবিধান জনগণের মঙ্গলের জন্য, জনগণ সংবিধানের জন্য নয়। বর্তমান সরকারের প্রায় ৩১০ জন সংসদ সদস্য রয়েছে। সদিচ্ছা থাকলে সংবিধান সংশোধন করে যে কোনো মুহূর্তে সবার অংশগ্রহণের মাধ্যমে দশম জাতীয় সংসদ নির্বাচন করা সম্ভব। সংবিধানের দোহাই দিয়ে একদলীয় নির্বাচন মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। একদলীয় প্রহসনের নির্বাচন বন্ধ করুন। দেশকে ধ্বংসের কবল থেকে রক্ষা করুন। বিবৃতিতে তিনি আরও বলেন, নির্বাচন কমিশন দেশের জনগণের শত্রু হিসেবে কাজ করছে।

গণতন্ত্র আজ ভূলুণ্ঠিত, কোথায় মানবাধিকার এবং ন্যায়বিচার? বর্তমান সরকার বৈদেশিক নীতির ক্ষেত্রেও প্রায় একঘরে হয়ে আছে, মনে হয় বাংলাদেশ একটি বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়েছে। ঢাকা শহর সমগ্র দেশ থেকে বিচ্ছিন্ন। এ দুরবস্থার থেকে মানুষকে বাঁচাতে প্রধানমন্ত্রী সবকিছুর ঊধের্্ব উঠে দেশে শান্তি ফিরিয়ে আনার ব্যবস্থা নিন। প্রতিহিংসা এবং প্রতিশোধ নয়, এখন প্রয়োজন জাতীয় ঐক্য। অনির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.