সুন্দরবনের শরনখোলা রেঞ্জের খাজুরিয়া চর এলাকায় আজ ভোরে কোস্টগার্ডের সঙ্গে বন দস্যু শীর্ষ বাহিনীর বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে।
এ সময় কোস্টগার্ড সদস্যরা শীর্ষ বানিহীন হাতে অপহূত পাঁচ জেলে, চারটি অস্ত্র ও প্রায় দুইশ রাউন্ড গুলি উদ্ধার করে।
উদ্ধারকৃত জেলেরা হলেন, বাগেরহাটের মংলা উপজেলার সোইতলা গ্রামের মিজান (২৫), একই এলাকার হাসান শেখ (১৫), আনোয়ার হাওলাদার (১৬), হানিফ (১৯) ও মুজিবর (১০)।
কোস্টগার্ডের গোয়েন্দা কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, সুন্দরবনের খেজুরিয়ার চর এলাকায় মুক্তিপণের দাবিতে বনদস্যু রেজাউল বাহিনী ওরফে শীর্ষ বাহিনী জেলেদের আটকে রেখেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ওই এলাকায় অভিযানে চালায় কোস্টগার্ড। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা তাদের লক্ষ গুলি কোস্টগার্ডও পাল্টা গুলি ছোড়ে।
এক পর্যায়ে দু'পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। ঘণ্টাব্যাপী এ বন্দুকযুদ্ধের এক পর্যায়ে বনদস্যুরা বনের গহীন পালিয়ে যায়। পরে কোস্টগার্ড সদস্যরা তাদের আস্তানায় তলাশি চালিয়ে ২টি একনলা বন্দুক, ২টি এলজি ও দুইশ রাউন্ড গুলি উদ্ধার করে।
এ সময় মুক্তিপণের দাবিতে আটকে রাখা ৫ জেলেকে উদ্ধার করা হয়। অভিযানের পর অপহূত জেলেদেরকে নিরাপদ স্থানে পৌছানোর ব্যবস্থা করা ও উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য দ্রব্যসামগ্রী মংলা থানায় হস্তান্তনর করা হয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।