পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নের চর শিবা গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমান দেশী ও বিদেশী আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র-শস্ত্র এবং গুলি উদ্ধার করেছে র্যাব-৮।
এ সময় ওই এলাকার মো. জাহাঙ্গির সর্দার ওরফে (কালা জাহাঙ্গির) ও মো. জাহাঙ্গির মাতবর নামের দুই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।
আজ বিকেল ৫টার দিকে উদ্ধারকৃত ৪টি দেশী-বিদেশী অস্ত্র, গুলিসহ উদ্ধারকৃত মালামালসহ গ্রেফতারকৃত আসামীদের গলাচিপা থানায় হস্তান্তর করে র্যাব।
গতকাল রাত ১১টার দিকে চর শিবা এলাকার স্লুইজ গেট বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালায় র্যাব-৮'র একটি বিশেষ দল।
উদ্ধারকৃত অস্ত্র-শস্ত্র হলো, ১টি বিদেশী রিভালভর, শর্টগান ১টি, এলজি বন্দুক ১টি, দেশীয় তৈরী পাইপগান ১টি, ৬ রাউন্ড বন্দুকের গুলি ও বিপুল পরিমান দেশীয় ধারালো অস্ত্র।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ ওসি শিশির রঞ্জন পাল জানান, চরকালজ ইউনিয়নের চর শিবা এলাকায় র্যাব-৮ এর একটি দল অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ ২ জনকে গ্রেফতার করে। পটুয়াখালী ক্যাম্পের ডিএডি মো. মোসাওয়ার হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রসহ মালামাল ও গ্রেফতার কৃতদের হস্তান্তর করেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।