শনিবার রাতে নগরীর স্টিল মিল গরুর বাজারে ভাতের সঙ্গে ‘নেশাজাতীয়’ চেতনানাশক খাইয়ে তাদের সঙ্গে থাকা টাকা পয়সা নিয়ে যায় ‘অজ্ঞান পার্টি’ নামে পরিচিত এই প্রতারকরা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. শাহবুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় শনিবার রাত থেকে ভোর পর্যন্ত দুই দফায় মোট ২১ জন গরু ব্যবসায়ীকে সংজ্ঞাহীন অবস্থায় হাসপতালে আনা হয়।
চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা গরু ব্যবসায়ী রেজাউল করিম জানান, ৩৫টি গরু নিয়ে তারা আট জন গত মঙ্গলবার চট্টগ্রামের স্টিল মিল বাজারে আসেন। শনিবার পর্যন্ত বিক্রি করেন ১২টি গরু।
“গরু বিক্রি শেষে রাতে আমরা বাজারের এক পাশে ভাত রান্না করে কয়েকজন মিলে খাই।
কিন্তু ভাত খাওয়ার পর সবাই সংজ্ঞা হারাই। ”
চেতনা ফেরার পর তারা টের পান, গরু বিক্রির তিন লাখ টাকা খোয়া গেছে।
একইভাবে ভাত খেয়ে চেতনা হারান ফরিদপুর থেকে আসা গরু বিক্রেতা জাহিদ শেখ ও তার সঙ্গীরা।
তার ধারণা, রান্নার সময় কেউ তাদের ভাতের সঙ্গে ‘নেশাজাতীয় দ্রব্য’ মিশিয়ে দিয়েছিল।
তবে নিজের গরু বিক্রির টাকা আরেক ব্যবসায়ীর কাছে রাখায় প্রতারকরা তা নিতে পারেনি বলে জাহিদ শেখ জানান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।