রাজনগরে এক কৃষকের ঘরে ডাকাতিকালে ডাকাতদের হামলায় গৃহকর্তা ও তার স্ত্রী আহত হয়েছেন।
পারিবারিক সুত্র জানায়, গতকাল গভীর রাতে পাঁচগাঁও ইউনিয়নের কানাইকুল গ্রামের লকুছ মিয়ার বাড়িতে ৬-৭ জনের একদল ডাকাত ঘরের পিছনের দরজার ছিটকিনি ভেঙ্গে নগদ ২০ হাজার টাকা, ২ ভরি স্বর্ণালংকার ও ২টি মোবাইল ফোনসেট নিয়ে যায়।
ঘরে প্রবেশ করে ডাকাতরা রড দিয়ে পিঠিয়ে লকুছ মিয়ার সামনের দুটি দাত ভেঙ্গে দেয় এবং তার স্ত্রী দিলারা বেগমকে রড দিয়ে মারপিঠ করে। মারাত্বক আহত গৃহকর্তা ও তার স্ত্রী রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধিন রয়েছেন।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তবে বিকাল ৫ টা পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।