গতকাল রাত সাড়ে ৯ টায় র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭ টন কাচা রাবার ও ১টি ট্রাকসহ ৪ জনকে আটক করেছে।
আটককৃতরা হলো কুলাউড়া উপজেলার মহলাল গ্রামের মৃত হাজী আবদুস সামাদ এর ছেলে মোঃ বাছিদ মিয়া(৩১) নারায়নগঞ্জ জেলার সৈয়দপুর গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে মোঃ মোকসেদ আলী(৩০) ও চর সৈয়দপুর এলাকার মো আব্দুল আজিজ এর ছেলে মোঃ আলী (২১) সিলেট জেলার শাহপরান থানার পিরের বাজার এলাকার মৃত এনায়েত হোসেন এর ছেলে মানিক মিয়া (২২) কে আটক করে।
পাচারকারীরা বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন এর পূর্ব অনুমতি ছাড়া এবং সরকারের শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ রাবার কেনা-বেচা করছেন এবং বিভিন্ন বাগান থেকে রাবার চুরি করে বিক্রি করে। উদ্ধারকৃত ৭ হাজার কেজি রাবার এর বাজার মূল্য ৭ লাখ টাকা। উদ্ধারকৃত রাবার ও ট্রাকসহ আটককৃতদেরকে বাংলাদেশ বন বিভাগের নিকট হস্তান্তর পূর্বক বাংলাদেশ বন আইনে মামলা প্রক্রিয়াধীন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।