মৌলভীবাজারের রাজনগর সোনাদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের বাইরে বিএনপি-জামায়াত সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
আজ সোমবার দুপুর ১টার দিকে ৫ম দফা উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ওই কেন্দ্রের বাইরে জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এম এ মান্নানের সমর্থক লিয়াকত আলী ও বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জামিম আহমেদের সমথর্ক আমির হোসেনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় দলের ১০ জন আহত হন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।