তুচ্ছ ঘটনা নিয়ে রাজনগর উপজেলার ফতেহপুর ইউপির ২ গ্রামের সংঘর্ষে গুরুতর আহত ছাত্রলীগ কর্মী শাহিনের মৃত্যু হয়েছে।
আজ ভোর রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় এলাকাবাসি ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকালে উপজেলার মোকামবাজারে ছাত্রলীগ কর্মী শামিম ছাত্রদলকর্মী সিরাজুলের দিকে বাঁকা চোখে তাকায়। এনিয়ে বাক বিতন্ডার জের ধরে মুনিয়ারপাড় ও বেতাহুঞ্জা গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১২ জনেরও বেশি আহত ও ১৩টি দোকান ভাংচুর করা হয়। এসময় ফতেহপুর ইউনিয়ন মুনিয়ারপাড় গ্রামের মবশ্বির মিয়ার ছেলে ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক শাহিন আহমদ (২৩) গুরুতর আহত হয়।
প্রথমে তাকে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আজ ভোরে তার মৃত্যু হয়।
এব্যাপারে মুনিয়ারপাড় গ্রামের মঙ্গল মিয়া বাদি হয়ে রাজনগর থানায় ২৬জনের নাম উল্লেখসহ ৫১জনকে আসামী করে মামলা করেন। এছাড়া শনিবার দুপুরে এ ঘটনার অভিযুক্তদের আটক করে সুষ্ট বিচারের দাবীতে প্রতিবাদ সমাবেশ করে এলাকাবাসি।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো কামরুল ইসলাম আশিক মিয়া নামে ১ জনকে আটকের সত্যতা নিশ্চিত করে জানান অন্যান্য অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।