রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের সামনে আজ মোটরসাইকেল চাপায় বাছিত মিয়া (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
তিনি মৌলভীবাজার পৌর শহরের কাজিরগাঁও এলাকার বাসিন্দা ও মৌলভীবাজার সরকারী কলেজের অবসরপ্রাপ্ত নৈশ্য প্রহরী।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মৌলভীবাজার পৌর শহরের কাজিরগাঁও এলাকার বাসিন্দা বাছিত মিয়া (৮০) আজ দুপুরে রাজনগর উপজেলার পঞ্চেশ্বর গ্রামে তার ভগ্নিপতি রিয়াজ মিয়ার বাড়িতে থেকে নিজ বাসায় ফিরছিলেন। এ সময় মৌলভীবাজার-কুলাউড়া সড়কের মহলাল বাজারে রাস্থা পারাপারের সময় মেৌলভীবাজারগামী একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে বিকাল ৪টায় তার মৃত্যু হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।