আমাদের কথা খুঁজে নিন

   

শিক্ষক-ছাত্রসহ নিহত ৯ আহত ৪৪

নাটোর, কুমিল্লা, রাজবাড়ী, দিনাজপুর, হবিগঞ্জ, ঝালকাঠী ও কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত ও ৪৪ জন আহতয় হয়েছেন সাতজন। প্রতিনিধিদের খবর-

নাটোর শহরের তেবাড়িয়া এলাকায় যাত্রীবাহী বাস ও দুটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৩৫ জন। নিহতদের একজনের নাম তরিকুল ইসলাম। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ জানায়, গতকাল ভোরে ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ঢাকাগামী গরু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় আরেকটি ট্রাক পেছন থেকে গরুবোঝাই ট্রাককে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। কুমিল্লার লাকসামে সিএনজি অটোরিকশা চাপায় দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার হামিরাবাগ এলাকায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। দুপুরে লাকসাম থেকে শ্রীয়াংগামী অটোরিকশাটি হামিরাবাগে রাস্তার পাশে খেলারত শিশুদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইমাম হোসেনের মেয়ে সুমনা (৫) ও হাসপাতালে আনোয়ার হোসেনের মেয়ে অাঁখির মৃত্যু হয়। রাজবাড়ীর গোয়ালন্দের জমিদার ব্রিজ এলাকায় বাস-মাহেন্দ্র পরিবহনের সংঘর্ষে মোফাজ্জেল হোসেন নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। দিনাজপুরের ঘোড়াঘাটে গতকাল সড়ক দুর্ঘটনায় শহীদুল ইসলাম নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। শহীদুল ইসলাম ঘোড়াঘাট ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাসের প্রভাষক ও ফুলবাড়ীর মেলাবাড়ি গ্রামের ফুল মোহাম্মদের ছেলে। হবিগঞ্জের নবীগঞ্জের চানপুর এলাকায় বাসচাপায় গতকাল সাকিরুল ইসলাম নামে এক শিশু নিহত হয়েছে। সাকিরুল ওই গ্রামের সাও মিয়ার ছেলে ও রামপুর চানপুর মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র। ঝালকাঠির রাজাপুরে বাসচাপায় রবিউল হোসেন নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল বরিশাল-খুলনা মহাসড়কের উপজেলার পিংড়ি এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়ক দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা। কুড়িগ্রামের রাজীবপুরে ভটভটি উল্টে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ৫ জন। শনিবার রাতে রৌমারীর মরিচকান্দিতে ভটভটি উল্টে যায়।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.