আমাদের কথা খুঁজে নিন

   

'আওয়ামী লীগ দেশে বাকশাল কায়েম করতে চায়'

আওয়ামী লীগ এক তরফা নির্বাচন করে দেশে বাকশাল কায়েম করতে চায় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। গতকাল রবিবার রাত ৮টায় তার রংপুরের বাসবভন পল্লী নিবাসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করে এরশাদ বলেন, আওয়ামী লীগকে দেশের মানুষ আর চায় না। যে কারণে যেখানে আওয়ামী লীগ বিরোধী সভা-সমাবেশ হচ্ছে সেখানে মানুষের ঢল নামছে। দেশের মানুষের মনোভাব বুঝতে পেরেই আওয়ামী লীগ একক নির্বাচন করে ক্ষমতা পাকাপোক্ত করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। যার ফল শুভ হবে না। সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, জাতীয় পার্টি নির্বাচনে না গেলে দেশে নির্বাচন হবে না। আর সকলের গ্রহণযোগ্য নির্বাচন না হলে দেশে ভয়াবহ সংঘাত দেখা দিতে পারে। তিনি বলেন, জাতীয় পার্টি আর কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না। আমরা এককভাবে নির্বাচন করে ক্ষমতায় যেতে চাই। তবে সে নির্বাচনে সকল দলের অংশগ্রহণ থাকতে হবে। শেষ বয়সে আর দালাল হতে চাই না।

সমপ্রতি প্রথম আলোর জরিপ প্রতিবেদন প্রসঙ্গে এরশাদ বলেন, এই জরিপ সঠিক নয়। আমি পত্রিকা কর্তৃপক্ষকে বলবো ঘরে ঘরে গিয়ে জরিপ করুন। তখন জনপ্রিয়তার সঠিক তথ্য বেরিয়ে আসবে।

দেশের মানুষ এখন জাতীয় পার্টিকে চায়-এমন মন্তব্য করে এরশাদ বলেন, দুই দলকে মানূষ আর ক্ষমতায় দেখতে চায় না। মানুষ শান্তি চায়। আর সেই শান্তি দিতে পারে কেবল জাতীয় পার্টি। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য মসিউর রহমান রাঙা, কেন্দ্রীয় যুগ্ন সাংগঠনিক সম্পাদক আবু তাহের খায়রুল হক এটি, রংপুর মহানগর সাম্পাদক অ্যাডভোকেট সালাহ উদ্দিন কাদেরী। এরশাদ ঈদ করার জন্য চারদিনের সফরে রাত ৭টায় রংপুরে আসেন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.