জয়পুরহাটের কালাই উপজেলার হারুঞ্জা গ্রামে এক ইউপি সদস্যের বাড়ির বাংকার থেকে ৬ তরুণীকে উদ্ধার করেছে ডিবি পুলিশ।
পুলিশ সুপার হামিদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে ডিবি পুলিশের একটি বিশেষ ইউনিট জেলার কালাই উপজেলার আহমেদাবাদ ইউপি সদস্য সেকেন্দার আলীর গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তার ঘরের ভিতর একটি বাংকার থেকে ৬ তরুণীকে উদ্ধার করে। উদ্ধারকৃত তরুণীদের পাচার অথবা অসামাজিক কার্যকলাপের উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইউপি সদস্য সেকেন্দারের কথিত ৬ স্ত্রীর মধ্যে ৪ স্ত্রীকে পুলিশ আটক করেছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার আরও ২ স্ত্রীসহ সেকেন্দার পালিয়ে যায়।
উদ্ধারকৃত তরুণীরা হলো- সাথী খাতুন (১৮), মনোয়ারা খাতুন (১৬), নদী ওরফে মুক্তি খাতুন (২০), শিখা রানী (১৮), নাজমা খাতুন (১৭) ও শাপলা খাতুন (১৪)।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।