ব্রাজিল বিশ্বকাপের আগে শেষ ইউরোপীয়ান লিগ। আন্তর্জাতিক ফুটবলের চেয়ে ফুটবল তারকাদের বেশি সময় কাটাতে হবে এই লিগেই। বিশ্বকাপের প্রস্তুতিটাও নিতে হবে এখানেই। আজ থেকে শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ এবং স্প্যানিশ লা লিগা। জার্মানি বুন্দেস লিগা এবং ফ্রেঞ্চ লিগ ওয়ান শুরু হয়েছে আরও আগেই। ইতালিয়ান সিরি এ লিগ শুরু হবে আগামী ২৪ আগস্ট থেকে। এই ইউরোপীয়ান লিগগুলোর দিকে চোখ থাকবে বিশ্বসেরা ফুটবল দলগুলোর কোচদেরও। এখান থেকেই তাদেরকে বাছাই করতে হবে বিশ্বকাপের জন্য সেরা একাদশ।
ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম দিনেই মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড এবং আর্সেনাল। ম্যানইউ মুখোমুখি হচ্ছে সোয়ানসে সিটির। অন্যদিকে গানাররা এমিরেটস স্টেডিয়ামে খেলতে নামবে অ্যাস্টন ভিলার সঙ্গে। ইংলিশ লিগে খেলতে নামছে লিভারপুলও। অলরেডরা আজ স্টোকসিটির মুখোমুখি হচ্ছে এনফিল্ডে। স্প্যানিশ লা লিগা আজ থেকে শুরু হলেও বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ মাঠে নামবে আগামীকাল। কাতালানরা প্রথম ম্যাচ খেলবে ন্যু ক্যাম্পে লেভেন্তের সঙ্গে। অন্যদিকে রিয়াল মাদ্রিদ সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হবে বেটিসের। জার্মান বুন্দেস লিগায় বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ প্রথম ম্যাচে বুরুসিয়া মঞ্চেন গ্লাবাখকে ৩-১ গোলে পরাজিত করে শুভ সূচনা করেছিল। আজ গার্ডিওলার শিষ্যরা মুখোমুখি হচ্ছে ফ্র্যাঙ্কফুর্টের। প্রতিপক্ষ অবশ্য দুর্বলই। সেই হিসেবে দুর্দান্ত বায়ার্ন মিউনিখের চিন্তার কিছু নেই। এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে উত্তেজনা থাকবে সবচেয়ে বেশি। চেলসিতে মরিনহোর পুনরাগমন, আরও একবার ইংলিশ লিগকে প্রধান আলোচনার বিষয়ের পরিণত করেছে। মরিনহো শিষ্যরা আগামীকাল হাল সিটির সঙ্গে খেলবে স্ট্যামফোর্ড ব্রিজে। এছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগে গতবারের রানার্সআপ ম্যানসিটি আগামী সোমবার ইত্তিহাদ স্টেডিয়ামে মৌসুমের প্রথম ম্যাচ খেলবে নিউক্যাসলের বিপক্ষে।
মেসি-নেইমাররা বিশ্বকাপের প্রস্তুতিটা সারবেন লিগেই। ইউরোপে নেইমারের আগমন অবশ্য ব্রাজিলের জন্য সুবিধারই হলো। স্পেনীয়দের খেলাটা ভালোভাবে বুঝতে পারবেন তিনি। সেসঙ্গে ইউরোপের অন্যান্য দলগুলোর খেলার ধারাও বুঝতে পারবেন তিনি। মেসি-হিগুয়েনরা আগে থেকেই ইউরোপীয়ানদের খেলার ধারা বুঝার চেষ্টা করছেন। ল্যাটিনদের এই ইউরোপ মিশন আগামী বিশ্বকাপে প্রভাব ফেলবে এতে কোনো সন্দেহ নেই। নেইমার বিশ্বকাপ পর্যন্ত থাকতে চেয়েছিলেন ব্রাজিলেই। তবে তার বার্সেলোনায় আগমন কেবলমাত্র ইউরোপ পাড়ি দেওয়ার জন্যই নয়, সেসঙ্গে ইউরোপীয়ানদের বুঝার জন্যও। বিশ্বকাপের আগে শেষ ইউরোপীয়ান ফুটবল মৌসুম। মেসি, নেইমার, রোনালদো, ফ্যালকাওরা একদিকে নিজেদের ফর্ম যেমন ধরে রাখতে চাইবেন, তেমনি ইনজুরি থেকেও মুক্ত থাকতে চাইবেন। বিশ্বকাপের আগে বড় ধরনের ইনজুরি যে কোনো তারকার বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ করে দিতে পারে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।