জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগ ও উপাচার্য প্যানেল নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম। গতকাল দুপুর ১টায় প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এদিকে গতকাল পঞ্চম দিনের মতো প্রশাসনিক ভবনে অবরুদ্ধ ছিলেন দুই উপ-উপাচার্য এম এ মতিন (ভারপ্রাপ্ত উপাচার্য) ও আফসার আহমদ। অন্যদিকে দাবি আদায়ে চতুর্থ দিনের মতো ধর্মঘট পালন করছে ঐক্য ফোরাম। জানা যায়, উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনের পদত্যাগ ও উপাচার্য প্যানেল নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম।
দুপুর ১টায় প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে ঐক্য ফোরামের নেতারা উপাচার্যকে অপসারণে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।